রাজধানীর বিজয় সরণিতে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ ভেঙে সেখানে তৈরি করা হচ্ছে নতুন ভাস্কর্য ‘গণমিনার’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, দেশের রাজনৈতিক ইতিহাস বিশেষ করে ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন একটি ভাস্কর্য গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসেই নির্মাণ কাজ শুরু হবে।
২০২৩ সালে বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ নির্মিত হলেও, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতায় এটি ভাঙচুরের শিকার হয়। এরপরও সেখানে ইতিহাসভিত্তিক সাতটি দেয়াল অক্ষত ছিল, যেগুলো শুক্রবার ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে এলাকায় ছড়িয়ে আছে স্থাপনার ধ্বংসাবশেষ।
এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। পুরোনো কাঠামো রেখে নতুন কিছু তৈরি করা যেত। এখানে জায়গার কোনো অভাব ছিল না।”
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “পুরো জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আমরা সেটি পরিষ্কার করেছি। এবার এমন কিছু নির্মাণ করব যা দেশের রাজনীতির ইতিহাস তুলে ধরবে। একাত্তর, বাহান্ন—এসব অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি সম্ভব নয়।”
‘গণমিনার’ প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলোর প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং সেইসঙ্গে নাগরিকদের জন্য এটি একটি নতুন সাংস্কৃতিক স্মারক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।