বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। জাতীয় দলে বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি খেলোয়াড় যাতে উঠে আসতে পারে, সে বিষয়ে বিসিবি পরিকল্পনা নিচ্ছে বলে জানান তিনি। রবিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব–১২ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বুলবুল বলেন, "রাজশাহীতে মাঝেমধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেট অনুষ্ঠিত হলেও আমরা এখানকার ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল করতে চাই। গ্রেটার রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ পর্যায়ের এক দিনের টুর্নামেন্টগুলোকে দুই দিনের করে তোলার পরিকল্পনাও রয়েছে।"
টেস্ট ক্রিকেট সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, “টেস্ট ক্রিকেট আমাদের গর্বের বিষয়। টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে মানুষ যে আগ্রহ দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রাণিত করছে। খুলনার পর রাজশাহীতেও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে—টেস্ট ক্রিকেট এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে।”
রাজশাহী স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, “এই মাঠের আউটফিল্ড ও উইকেট অসাধারণ। অনেক উন্নত দেশেও এমন সুবিধা পাওয়া যায় না। যদি সারাদেশে এ ধরনের অবকাঠামো গড়ে তোলা যায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”
বিসিবি সূত্র জানায়, টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত সাতটি বিভাগীয় শহরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অনূর্ধ্ব–১২ সিক্স-এ-সাইড প্রতিযোগিতার পাশাপাশি থাকবে ‘প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার’, যেখানে অভিভাবকদের জন্য থাকবে ক্রিকেট বিষয়ক ধারণা ও প্রশিক্ষণ।
এছাড়াও থাকছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘পেসার ও স্পিনার হান্ট’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে অংশ নিতে পারবে। প্রতিটি ভেন্যুতে থাকবে একটি করে কমেন্ট্রি বুথ, যেখানে দর্শকরা ঐতিহাসিক ক্রিকেট মুহূর্ত দেখে নিজেরাই ধারাভাষ্য দিতে পারবেন।
আরও থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা, হিট দ্য স্ট্যাম্প চ্যালেঞ্জ এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য ‘গুড লাক উইশ বোর্ড’। দর্শনার্থীরা এখানেও নিজেদের বার্তা লিখে দিতে পারবেন।
উল্লেখ্য, শনিবার খুলনায় এবং রোববার রাজশাহীতে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সোমবার এটি অনুষ্ঠিত হবে সিলেটে এবং এরপর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে রজতজয়ন্তীর কর্মসূচি।