অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমেও দল পেয়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। আগেরবারের মতো এবারও তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স।
২০২৫ মৌসুমের বিগ ব্যাশ ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে ১৩তম পিক হিসেবে রিশাদকে স্কোয়াডে নিয়েছে হোবার্ট। এর আগেও ২০২৪–২৫ মৌসুমে হোবার্টের স্কোয়াডে ছিলেন তিনি। তবে সেই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ব্যস্ততার কারণে মাঠে নামা হয়নি তার।
সবকিছু ঠিক থাকলে ২০২৫–২৬ মৌসুমে মাঠে দেখা যেতে পারে এই প্রতিভাবান স্পিনারকে।
বিগ ব্যাশ লিগের ১৫তম আসর শুরু হবে ২১ ডিসেম্বর ২০২৫ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি ২০২৬। টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। হোবার্ট হারিকেন্সই বর্তমানে লিগের শিরোপাধারী দল।
উল্লেখযোগ্যভাবে, রিশাদের আগে বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান। তিনি ২০১৩–১৪ মৌসুমে অ্যাডিলেইড স্ট্রাইকার্স এবং ২০১৪–১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।