গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।
Advertisement
দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন তাদের পাওয়া যেতে পারে।’
জিএসএল আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। একই সময় বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত এ কারণেই দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে রংপুর।
শানিয়ান আরও বলেন, ‘আমরা মোহাম্মদ নাঈম, ইয়াসির আলি ও আবু হায়দার রনির সঙ্গেও কথা বলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে মাহমুদউল্লাহকেও দলে নিতে পারি।’ জিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন খেলোয়াড় থাকতে পারে, যার মধ্যে সাতজন হতে হবে বিদেশি।
বিদেশি খেলোয়াড় নিয়ে শানিয়ান বলেন, ‘কাইল মেয়ার্স ইতোমধ্যেই আমাদের সঙ্গে চুক্তি করেছেন। আকিফ জাভেদ, তাবরাইজ শামসি ও আজমতউল্লাহ ওমরজাইও দলে আছে। হরমিত সিং, যিনি গত বছর আমাদের সঙ্গে ছিলেন, তিনিও নিশ্চিত করেছেন। মোহাম্মদ নবির সঙ্গেও কথা চলছে। আমরা এমন একজনকে চাই, যিনি অফ স্পিন করতে পারেন আবার ব্যাটও করতে পারেন।’
এ সময় জাতীয় দলের খেলার সঙ্গে জিএসএলের সময়সূচি মিলে যাওয়ায়, খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা হয়েছে। শানিয়ান বলেন, ‘আমরা ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বলেছি। বিসিবি ইতোমধ্যে আমাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও দিয়েছে। এখন আমরা এনওসি এবং কোন জাতীয় দলের খেলোয়াড়রা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করছি।’
দ্বিতীয় আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে – দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স এবং রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শিরোপাধারী রাইডার্স এবারও খেলছে।