বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল নিয়োগের ঘোষণা দিয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় মোট ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে দেশের বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে।
এ নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, রোববার (২২ জুন) দুপুর ১২টা থেকে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন?
২০২৪ সালের ৪ জুনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
আবেদন করতে হবে নির্ধারিত পদ, বিষয় এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী প্রাপ্ত নিবন্ধন সনদ দিয়ে।
প্রার্থীকে অবশ্যই এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত মেধাতালিকাভুক্ত হতে হবে।
নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে প্রার্থীকে অবশ্যই প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।
পদ বণ্টন:
স্কুল ও কলেজ পর্যায়ে: ৪৬,২১১ জন
মাদ্রাসা, দাখিল ও আলিম পর্যায়ে: ৫৩,৫০১ জন
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান: ১,১১০ জন
আবেদন ফি:
প্রত্যেক আবেদনকারীর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে অনলাইনে এনটিআরসিএর নির্ধারিত পোর্টাল থেকে। আবেদন ফি জমা ও অন্যান্য নির্দেশনা পাওয়া যাবে এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে। টেলিটকের ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়ালও রয়েছে, যা দেখে আবেদন প্রক্রিয়া সহজে সম্পন্ন করা যাবে।
একাধিক নিবন্ধন সনদ থাকলেও একজন প্রার্থী শুধুমাত্র একটি নির্দিষ্ট স্তরের সনদ দিয়ে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নিতে পারবেন। তবে এবার নারীদের জন্য আলাদা কোনো কোটা রাখা হয়নি, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।