কারাগারেই সেই ইডেন ছাত্রীকে বিয়ে করতে হলো নোবেলকে

ডেস্ক নিউজ
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার বাদী ইডেন কলেজের সেই ছাত্রীর সঙ্গে কারাগারে বসেই বিয়ে হলো গায়ক মাইনুল আহসান নোবেলের। গতকালণ বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে গত বুধবার আদালতের নির্দেশে কারাগারে বিয়ের আয়োজনের অনুমতি দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করে তা আদালতকে অবহিত করার নির্দেশ দেন কারা কর্তৃপক্ষকে। এ সময় ভুক্তভোগী ছাত্রী নিজেও আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে ইডেন কলেজের সাবেক ছাত্রী ঢাকার ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওইদিনই ডেমরা থেকে গ্রেপ্তার হন নোবেল এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নোবেল ও ওই ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে ছাত্রীকে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখতেন নোবেল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ছাত্রীকে মারধর, চুলের মুটি ধরে টানা-হেঁচড়া এবং অজ্ঞাত আরও ২–৩ জন সহযোগীর সহায়তায় তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ছাত্রীর বাবা-মা তাকে চিনে ফেলেন। 

এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় ১৯ মে রাতে মেয়েকে উদ্ধার করেন এবং নোবেলকে গ্রেফতার করা হয়।

বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত