হিরো আলমের আত্মহত্যার চেষ্টা

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে তিনি বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামে এক বন্ধুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরদিন শুক্রবার দুপুরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে হিরো আলম বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান। সেখানেই রিয়া মনিকে ঘিরে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনার পর আলাদা ঘরে ঘুমাতে যান। সকাল ১১টায় তাকে ডাকলেও সাড়া না পাওয়ায় সাগর তার পাশে ঘুমের ওষুধের পাতা পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

জাহিদ হাসান সাগর জানান, “রিয়া মনিকে না পাওয়ার হতাশা এবং মানুষের অবিরাম বিরক্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল হিরো আলম। কিছুটা নির্জন সময় কাটাতেই সে আমার বাড়িতে আসে।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও স্বজনরা সেখানে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।”

তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত