অন্যায় আবদার না মানলেই অপপ্রচার চালানো হয়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, তিনি যখন অন্যায় আবদারে সাড়া দেন না, তখন তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হয়। তিনি বলেন, "আমি অনেক সময় অন্যায্য অনুরোধ প্রত্যাখ্যান করি, আর তখনই আমার বিরুদ্ধে মিথ্যা রটানো শুরু হয়—মাঝে মাঝে আমাকে ভারতের দালাল বলেও প্রচার করা হয়।"

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)। সভায় সাংবাদিকতা সুরক্ষা ও ২০২৫ সালের প্রস্তাবিত ‘সাংবাদিকদের অধিকার সুরক্ষা অধ্যাদেশ’ এবং ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ’ নিয়ে আলোচনা হয়।

আইন উপদেষ্টা স্পষ্ট জানান, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, কারও বিরুদ্ধে কেউ মামলা করলে তা থামানোর এখতিয়ার আমার নেই। অনেক ভুয়া মামলা হচ্ছে, তবে যে হারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটাকে অস্বাভাবিক বলা যাবে না। জামিন বিষয়টি নির্দিষ্ট কিছু আইনি বিবেচনার ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না কিংবা হস্তক্ষেপ করে না।

সাংবাদিকদের গ্রেপ্তার ইস্যুতে তিনি বলেন, আমাদের সবার বিরুদ্ধেই বহু মিথ্যা অভিযোগ করা হয়েছে, কিন্তু আমরা কাউকে মামলায় জড়াইনি। অথচ সাংবাদিকদের মধ্যেই বিভক্তি দেখা যায়—প্রায় প্রতিটি সংগঠনে দুই-তিনটি করে কমিটি। এ ধরনের বিভাজন সাংবাদিকদের স্বাধীনতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়।” তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এলাকার খবর

সম্পর্কিত