অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে দিনটিতে একই স্থানে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন ড. ইউনূস। হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।