দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন।
শনিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.৮৭ শতাংশ।
চলতি বছরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর ২০২০ সালের ৮ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী দুই জনের একজন পুরুষ ও অন্যজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। একজন চট্টগ্রাম এবং অন্যজন সিলেট জেলার বাসিন্দা। মৃতদের একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, অপরজন বেসরকারি হাসপাতালে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫২১ জনে। এর মধ্যে চলতি বছরেই মারা গেছেন ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, এবং ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।