জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এরইমধ্যে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, তদন্তে হত্যা ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল হতে পারে আজই।
এরআগে গত ১৫ জুন শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন মামলার পরবর্তী শুনানীর জন্য ১৪ জুলাই দিন ধার্য করা হয়। এছাড়া, এই মামলায় ৪ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।
গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।