ইশরাক ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত আসবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ নিজ হাতে নেওয়ার বিষয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদক্ষেপ নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “এখন আর চুপ থাকার পরিস্থিতি নেই। সরকার দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, “ইশরাক হোসেন নিজেকে মেয়র ঘোষণা করে যেভাবে নগর ভবনের নিয়ন্ত্রণ নিয়েছেন, তা স্বাভাবিক নাগরিক সেবায় বিঘ্ন সৃষ্টি করছে। আমরা চেষ্টা করছি বাইরে থেকে যতটা সম্ভব সেবা চালু রাখতে।”

ডেঙ্গু পরিস্থিতি ও নাগরিক সেবায় ব্যাঘাত

চলমান ডেঙ্গু পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “ডেঙ্গু নিয়ে সরকার উচ্চপর্যায়ে থেকে কনসার্ন আছে। স্থানীয় সরকার বিভাগের সচিব এ বিষয়ে একাধিক সভা করেছেন। সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বয় হচ্ছে। যদিও অনেকে সেসব উদ্যোগ সারফেসে দেখতে পান না, আমরা শিগগিরই বিস্তারিতভাবে গণমাধ্যমকে ব্রিফ করবো।”

ইশরাক ইস্যুতে সরকার ‘কনসার্ন’

স্বঘোষিত মেয়র হিসেবে ইশরাক হোসেনের নগর ভবনে অবস্থান এবং সেখানে থেকে কার্যক্রম চালানো বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না—এই অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, “সরকার কনসার্ন আছে। এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার সমন্বয়ের ভিত্তিতে কাজ করে।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় রাজনৈতিক সৌহার্দ্য রক্ষার পক্ষে। তবে প্রত্যেক পক্ষের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা এখন অচলাবস্থার দিকে যাচ্ছে, সেটি আর অব্যাহত রাখা সম্ভব নয়।”

শিগগিরই সিদ্ধান্ত

কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, “খুব শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”

বিষয়:

রাজনীতি
এলাকার খবর

সম্পর্কিত