মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কোনো হুমকি-ধমকি কিংবা ভয়ভীতিকে তোয়াক্কা করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার নবগঠিত এই ট্রাইব্যুনালের বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। অপরাধী যেই হোক, বিচার হবেই।’
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামও কঠোর বার্তা দেন অপরাধীদের উদ্দেশে। তাজুল ইসলাম বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে ন্যায়বিচার রোখা যাবে না। গুম, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রেখে নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোরও তদন্ত ও বিচার হবে। তাজুল ইসলাম বলেন, ৮ বছর ধরে অন্ধকার কক্ষে চোখ বেঁধে আটকে রাখার মতো ভয়াবহ উদাহরণও আমাদের কাছে আছে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দিনের ভোট রাতে করে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদের বিচার হওয়া জরুরি—যাতে ভবিষ্যতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।’
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মানবতাবিরোধী অপরাধের ২৪টি মামলায় ৩৫৭টি অভিযোগ বিচারাধীন রয়েছে। অভিযুক্ত রয়েছেন কয়েক শত ব্যক্তি। বিচারের গতি বাড়াতে সম্প্রতি গঠিত হয়েছে ট্রাইব্যুনাল–২। শিগগিরই ট্রাইব্যুনাল–১ থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল–২ এ স্থানান্তর করা হবে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্ট প্রধান মামলাটি আগের ট্রাইব্যুনালেই চলবে বলে জানানো হয়েছে।