ইরানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় চুক্তি স্বাক্ষর হতে পারে: ট্রাম্প

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ট্রাম্প। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ সময় ট্রাম্প বলেন, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটন-তেহরান আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। সেই আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে। আমরা চুক্তিও স্বাক্ষর করতে পাারি। আমি আসলে জানি না কী হতে পারে।’

ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি নিজে ব্যক্তিগতভাবে রাজি নন উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে। তাদের যুদ্ধ এখন শেষ।

ট্রাম্প সম্মেলনের আগে বলেছিলেন, ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সামান্য হোঁচট খেয়েছে মাত্র, পুরোপুরি বন্ধ করা যায়নি। কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া গেছে।

তবে ট্রাম্প এই গোয়েন্দা মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস হয়েছে।

মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন–এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মূলত কয়েক দশক।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি পেলে নরকে যেত....সবশেষ তারা যা চেয়েছিল সেটা হল সমৃদ্ধকরণ। ওই আঘাত (ইরানে হামলা) যুদ্ধের অবসান ঘটিয়েছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘তারা আসলেই জানে না। ইরানে হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

এ নিয়ে ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করবে দাবি করে ট্রাম্প জানান, সেই প্রতিবেদনেই জানা যাবে আসলে কী পরিমাণ ক্ষতি ইরানের হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত