ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, দাবি ইরানের

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার বলেছেন,  ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে তেল আবিব হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা হামলা বন্ধ করবে।
 
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে 'চুক্তি' হয়নি।’ যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এমন বার্তা দেন তিনি।
 
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা) থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।
 
আরাগচি আরও বলেন, যদি ইসরায়েল স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পাল্টা প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই।’
 
আরাগচি বলেন, যদি ইসরায়েল স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পাল্টা প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই।’

এলাকার খবর

সম্পর্কিত