মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

চরমপন্থী একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া পরিকল্পিত তিন ধাপের নিরাপত্তা অভিযানে সেলাঙ্গর ও জোহর রাজ্যে এসব গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম মালায় মেইল–এর বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁদের শাহ আলম ও জোহর বারুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, আর ১৬ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে—তাদের চরমপন্থী তৎপরতায় জড়িত থাকার প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও যৌথ অভিযানে উঠে এসেছে, এই গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ বহন করে এবং তারা চরমপন্থী চিন্তাভাবনা মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত