বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের সতর্কতা

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্কতা জারি করেছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, বিদেশে মার্কিন নাগরিক এবং তাদের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।

গত ১৩ জুন ইরানের ওপর হামলা শুরু করে ইসরায়েল। ওই সময় দেশটডির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো হয় হামলা। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এ জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। দু পক্ষের হামলায়ই হতাহতের ঘটনা ঘটছে।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন দিতে থাকেন। এক পর্যায়ে ঘোষণা দেন, তারা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাবেন কি না, তা জানাবেন দু সপ্তাহের মধ্যে। এর মধ্যেই শনিবার মধ্যরাতে ইরানে সরাসরি হামলা চালায় আমেরিকা। 

এলাকার খবর

সম্পর্কিত