যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, সিদ্ধান্ত ইরানের হাতে

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

 ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আরব মিত্রদের মাধ্যমে এই বার্তা ইতোমধ্যে তেহরানকে জানিয়েছে।

ইসরায়েলি চ্যানেল-১২ জানায়, ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের মাধ্যমে ইসরায়েল দ্রুত তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে চায়। তবে ইরান এখনই থামতে রাজি নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলার জবাব না দিয়ে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হলে তারা হামলা থামাতে প্রস্তুত। অন্যথায় ইরান হামলা বন্ধ না করলে আরও জোরালো প্রতিক্রিয়া আসবে, যার টার্গেট হবে ইরানি শাসকগোষ্ঠী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না, তবে মূল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 

এলাকার খবর

সম্পর্কিত