জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান দলের নেতারা।

জামায়াতের পক্ষ থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, আমরা বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন চাচ্ছি। তবে সে নির্বাচন ‘পি-আর’ (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হওয়া উচিত বলে মনে করি। এতে কালো টাকার প্রভাব, নমিনেশন বাণিজ্য এবং সন্ত্রাসী প্রভাব কমে আসবে।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সকাল ১১টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে পৌঁছায়। প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

বৈঠকে জামায়াত নেতারা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য করতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলার ওপর জোর দেন।

এদিকে, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের আলোকে দলটির রাজনৈতিক স্বীকৃতি ফেরত এসেছে। জামায়াত জানায়, ১ জুন আপিল বিভাগ দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পরে ৪ জুন নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং ২৪ জুন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়ন করে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই আদেশের মাধ্যমে জামায়াত পুনরায় দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্ণ অধিকার ফিরে পেয়েছে।

বিষয়:

দুর্নীতি
এলাকার খবর

সম্পর্কিত