সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছি। আমাদের আশা, সাবেক সিইসির বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘নুরুল হুদার সঙ্গে যে অবমাননাকর আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি প্রমাণিত হয় যে বিএনপির কোনো নেতা বা কর্মী এতে জড়িত, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটাই বিএনপির স্পষ্ট অবস্থান।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, কেউ যত বড় অপরাধীই হোক না কেন, তার আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিশ্চয়তা থাকতে হবে। বিচারপ্রক্রিয়ায় কোনো পক্ষপাত বা অন্যায় আচরণ আমরা সমর্থন করি না।’
উল্লেখ্য, রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই একদল লোক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।