বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আদালতের নির্দেশনার আলোকে ২০১৮ সালের ২৮ অক্টোবর দেওয়া নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দলটির পূর্বের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক উভয়ই ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের গঠনতন্ত্র সংবিধানবিরোধী উল্লেখ করে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়েছিল।