‘মব জাস্টিস’ নামে যেভাবে এক হিংস্র উন্মাদনার বিস্তার ঘটেছে, তা মানবতার চরম শত্রু হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতনের শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, এ ধরনের বিচার-বহির্ভূত সহিংসতা দেশের গণতান্ত্রিক সংস্কৃতি গঠনের পথকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
তারেক রহমানের মতে, “দেশ যদি ফ্যাসিবাদ মুক্তও হয়, তারপরও গণতন্ত্রের অনুশীলন শুরু না হলে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে ধাবিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তাই প্রয়োজন গণতন্ত্রকে সক্রিয় রাখা এবং তার ধারাবাহিকতা নিশ্চিত করা।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য গড়ে তুলতে হবে।” একই সঙ্গে গণতান্ত্রিক শক্তি ও জনগণের মধ্যে ঐক্য অটুট রাখার ওপরও জোর দেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার চরমভাবে দমন করা হয়।