গাজীপুরে বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার শিশু সন্তান এবং একজন পুরুষ। মঙ্গলবার (১৭ জুন) বিকেল চারটার দিকে উপজেলার জামিরারচর এলাকায় ঢাকা–কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩), তাদের তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. তহিদুল্লাহ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা জামিরারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রত্না আক্তারের শিশু ছেলে শায়ান ও তহিদুল্লাহকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহত রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় তিনিও মারা যান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কৃষ্ণ কুমার দাস জানান, দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, ঘটনাস্থলে দুইজন মারা যান এবং পরে আরেকজনের মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

ময়মনসিংহ
এলাকার খবর

সম্পর্কিত