মাগুরায় বিদ্যুতায়িত হয়ে মা ও শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
 ছবি:
ছবি:

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে বুধবার সকাল সাড়ে ঘটেছে বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সেতু (৩৫) এবং তার কোলে থাকা আট মাস বয়সী মেয়ে আনিসা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সেতু রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হন এবং সঙ্গে সঙ্গে তার কোলে থাকা শিশুও বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মাসুম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গেছেন।

এসআই ওহিদুল শেখ জানান, মৃতদেহগুলো বর্তমানে হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত