মুন্সিগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে আলী হোসেন মৃধা (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা গোলাপজলে গোসল করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে নানা আলোচনা।
শনিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর সামনে তিনি এই ব্যতিক্রমী কাণ্ড ঘটান।
আলী হোসেন মৃধা ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী।
গোসল শেষে তিনি বলেন, ‘আমি ২০১৬ সালে রাজনীতিতে যুক্ত হই এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এরপর ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি। তবে এখন রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের সময় অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার গ্রামেই ছিলাম। আমি কোনো অনিয়মে জড়াইনি। এখন থেকে শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই, রাজনীতি নয়।’
এ বিষয়ে বজ্রযোগিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমরান হোসেন বলেন, ‘আলী হোসেন মৃধা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি রাজনীতি থেকে সরে গিয়ে ব্যবসায় মনোযোগ দিতে চান।’