চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত মমতা নগর মাতৃসদন ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, নিচতলায় অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় অপারেশন থিয়েটারে কোনো রোগী বা স্বাস্থ্যকর্মী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্লিনিকে।
বর্তমানে ক্লিনিকটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে একে একে সরিয়ে নেওয়া হয়েছে ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের। ক্লিনিকটিতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন।