ফরিদপুরের ধলারমোড় এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (আজ) বিকেলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মারুফ (২০) ও রিজায়ে রাব্বি তামীম (২০)। তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়; তার পিতা শওকত হোসেন। মারুফের বাড়ি নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামে; তার পিতা মোজাম্মেল হোসেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নেছার মাহমুদ জানান, দুপুর ৩টা ২০ মিনিটে ডুবে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা পর, বিকেল ৫টা ২০ মিনিটে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, ওরা ছয়-সাতজন বন্ধু মিলে দুপুরে গোসলে নামে। প্রথমে মারুফ পানিতে তলিয়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে তামীমও ডুবে যায়।
উদ্ধারকৃত মরদেহ দুটি বর্তমানে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান জানান, “নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”