বাল্কহেডের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

শরীয়তপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

শরীয়তপুরের নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি ফুট ওভারব্রিজ আজ সোমবার সকালে বাল্কহেডের ধাক্কায় সম্পূর্ণরূপে নদীতে ভেঙে পড়ে গেছে।

জানা যায়, সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেড নড়িয়া থেকে শরীয়তপুর সদরের দিকে যাওয়ার সময় ওভারব্রিজের একটি পিলারে ধাক্কা দেয়। ফলে তখনো টিকে থাকা ব্রিজের অবশিষ্ট অংশ ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগেও, গত বছরের ২ অক্টোবর একই পিলারে বাল্কহেডের ধাক্কায় ব্রিজটির অর্ধেক অংশ ভেঙে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সেই দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অবশিষ্ট অংশ সরিয়ে না নেওয়ায় আজকের বিপর্যয় ঘটেছে। তারা এলজিইডির গাফিলতিকে দায়ী করছেন।

জেলা এলজিইডি সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ এই ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের মে মাসে। তবে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সড়কের দক্ষিণ পাশে ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ চলমান থাকায় বিকল্প পারাপারের জন্য চারটি ট্রলারে মানুষ চলাচল করছে। এ দুর্ভোগ কমাতেই নদীর ওপর দিয়ে একটি অস্থায়ী ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার বিষয়ে এখনো জেলা বা উপজেলা এলজিইডি কর্মকর্তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, “বাল্কহেডের ধাক্কায় ওভারব্রিজটি নদীতে পড়ে গেছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। এলজিইডি ঝুঁকিপূর্ণ অংশগুলো অপসারণের কাজ করছে।”

বিষয়:

ঢাকা
এলাকার খবর

সম্পর্কিত