ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১৪ বাংলাদেশি

 ছবি:
ছবি:

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ও কারাভোগ শেষে ১৪ বাংলাদেশি নাগরিক  দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

বাংলাদেশের আগরতলা সহকারী হাইকমিশনের সহযোগিতা এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্থতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। পরে আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় এসব নাগরিকদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন: মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তারা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

ব্র্যাক মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, দেশে ফিরে আসা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা ও জরুরি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ বলেন, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এবং আদালতের নির্দেশে কারাভোগ করেন। কারাদণ্ড শেষ হলে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও জানান, আগরতলায় অস্থায়ী কারাগারে আটক আরও ৩৩ বাংলাদেশিকে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এলাকার খবর

সম্পর্কিত