১৯ শ্রমিককে অচেতন করে অ্যাগ্রো ফুড কারখানায় লুটপাট

গাজীপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি অ্যাগ্রো ফুড কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুন) গভীর রাতে ‘সোহাগ অ্যাগ্রো ফুড লিমিটেড’-এ এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ১৯ জন শ্রমিককে জিম্মি করে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত পানি খাইয়ে অচেতন করে কারখানার মালামাল লুট করে নেয়।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, মধ্যরাতে ২৫-২৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেয়াল টপকে কারখানায় প্রবেশ করে। প্রথমে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে শ্রমিকদের গুলি করে হত্যার হুমকি দিয়ে তাদের মারধর ও হাত-পা বেঁধে ফেলে। এরপর জোর করে পানির সঙ্গে মেশানো নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়।

ডাকাতরা কারখানার অফিস থেকে এক লাখ টাকা নগদ অর্থ, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, মেশিনারির তার, কয়েল, মোটরসহ আনুমানিক ৬৫-৭০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরদিন সকালে অন্য শ্রমিকরা এসে বিষয়টি বুঝতে পেরে অচেতনদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কারখানার নিরাপত্তাকর্মী আবু হানিফ জানান, রাত ২টার দিকে প্রথমে দুজন দেয়াল টপকে প্রবেশ করে, পরে আরও কয়েকজন এসে তাকে কক্ষে আটকে ফেলে। এক শ্রমিক সফিকুল ইসলাম বলেন, "ডাকাতদের দেওয়া পানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই।

কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকার খবর

সম্পর্কিত