দেশজুড়ে চলছে আম-কাঠালের পাশাপাশি লিচুর মৌসুম। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি বড়দের মতো শিশুরাও খুব পছন্দ করে। তবে সতর্ক না থাকলে লিচুর বিচি গলায় আটকে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ধরনের ঝুঁকি রয়েছে সব বয়সীদের জন্যই।
গলায় বিচি আটকে গেলে যেভাবে বুঝবেন:
যদি শ্বাস নিতে কষ্ট হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, কাশি দিতে না পারেন বা ঠোঁট ও মুখ নীলচে হয়ে যায়, তাহলে বুঝতে হবে—গলায় কিছু আটকে গেছে, হতে পারে সেটি লিচুর বিচি।
এই অবস্থায় কী করবেন:
– হেইমলিখ ম্যানুভার প্রয়োগ করুন: প্রশিক্ষিত কেউ থাকলে দ্রুত এই পদ্ধতি ব্যবহার করতে হবে। না হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
– আংশিকভাবে আটকে গেলে: যদি শ্বাস নিতে পারেন ও কাশি দিতে পারেন, তবে কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে—
জোরে কাশি দিন: এতে অনেক সময় আটকে থাকা বস্তুটি বের হয়ে যেতে পারে।
গলা নিচু করে পানি খান: ঠান্ডা বা গরম নয়, স্বাভাবিক তাপমাত্রার পানি আস্তে আস্তে খান।
ভাতের নলা বা কলা খান: নরম কিছু খেলে বীজটা নিচে নেমে যেতে পারে। তবে কেবল তখনই এই পদ্ধতি চেষ্টা করুন, যদি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন।
যা করবেন না:
– আঙুল দিয়ে গলা খোঁচাতে যাবেন না
– শক্ত বা বড় কিছু গিলতে যাবেন না
– অস্বস্তি অনুভব করলে তা অবহেলা করবেন না
বিশেষ সতর্কতা: শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে গেলে তা হতে পারে প্রাণঘাতী। তাই বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নিন।