ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

দীর্ঘক্ষণ জানালা-দরজা বন্ধ থাকলে কিংবা বর্ষায় ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হলে এক ধরনের ভ্যাপসা গন্ধ দেখা দেয়। সাধারণ রুম ফ্রেশনারেও এই গন্ধ পুরোপুরি দূর হয় না। তবে হাতের কাছে থাকা কিছু উপাদান ব্যবহার করে সহজেই এই সমস্যা সমাধান করা যায়।

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার কয়েকটি কার্যকর উপায়:

ভিনেগার ব্যবহার: ঘরের একটি উঁচু স্থানে ছোট একটি বাটিতে সামান্য ভিনেগার রেখে দিলে এটি বাতাসের বাজে গন্ধ শুষে নেয়।

তেজপাতা ও দারুচিনি: তেজপাতা, দারুচিনি, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও লেবুর টুকরো মিশিয়ে একটি পাত্রে রেখে দিলে ঘরে কয়েক ঘণ্টা মিষ্টি গন্ধ ছড়ায়।

সুগন্ধি মোমবাতি: বাজারে সহজলভ্য সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘরের দুর্গন্ধ দূর হয় এবং সুগন্ধ ছড়ায়।

বেকিং সোডা ও এসেনশিয়াল অয়েল: একটি ছোট বাক্সে কিছু বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধযুক্ত তেল দিয়ে মুখ বন্ধ করে কিছু ফুটো করে ঘরের কোণায় রাখলে দুর্গন্ধ কমে যায়।

প্রাকৃতিক স্প্রে: পানিতে লেবুর কুঁচি, পুদিনা ও লবঙ্গ ফুটিয়ে তৈরি স্প্রে বোতলে ভরে ঘরে ছড়িয়ে দিলে সুগন্ধ ছড়ায় এবং পোকামাকড়ও দূরে থাকে।

লেবুপাতা ও কমলার খোসা: লেবুপাতা ও শুকনো কমলার খোসা গুঁড়া করে তাতে প্রিয় এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরের কোণায় রাখলে দীর্ঘক্ষণ ফ্রেশ গন্ধ পাওয়া যায়।

এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে ঘরের বাতাস থাকবে সতেজ ও সুগন্ধে ভরপুর।

প্রয়োজনে এই রিপোর্টে চিত্র, ইনফোগ্রাফিক বা বিশেষজ্ঞের মন্তব্যও সংযুক্ত করে দেওয়া যেতে পারে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত