ভাইরাল ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’ যেভাবে করবেন

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

নিত্যনতুন ট্রেন্ডের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’। সাধারণ পানির সঙ্গে সামান্য গুঁড়া হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে আলো ঝলমলে এক দৃশ্য, যা দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।

এই ট্রেন্ডটি অনুসরণ করতে বড় কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। দরকার শুধু একটি কাচের গ্লাস, সামান্য হলুদ গুঁড়া, পানি এবং মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট।

ট্রেন্ডটির সূচনা হয় মালয়েশিয়ার কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের একটি ভিডিও দিয়ে। গত ১৪ জুন তিনি টিকটকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—প্রায় অন্ধকার ঘরে তিনি পানিভর্তি কাচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন। গ্লাসের নিচে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশলাইট। হলুদ গুঁড়া পড়তেই গ্লাসে ছড়িয়ে পড়ে ঝলমলে হলুদ আভা। চারপাশে থাকা সবাই বিস্ময় আর মুগ্ধতা নিয়ে দৃশ্যটি উপভোগ করেন।

মাত্র কয়েক দিনের মধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২২ জুন রাত ১১টা পর্যন্ত ভিডিওটির ভিউ সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে তিন কোটিরও বেশি। সেখান থেকেই জন্ম নেয় নতুন ভাইরাল ট্রেন্ড—‘গ্লোয়িং ওয়াটার’।

আপনিও চাইলে ঘরে বসেই এই ট্রেন্ডে অংশ নিতে পারেন। কীভাবে করবেন? দেখে নিন ধাপগুলো—

✔ মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট অন করুন
✔ ফ্ল্যাশলাইটের ওপর উল্টোভাবে একটি পানিভর্তি কাচের গ্লাস রাখুন
✔ ঘরের আলো নিভিয়ে দিন, যাতে চারপাশ অন্ধকার থাকে
✔ এবার গ্লাসের ভেতরে দিন এক চিমটি হলুদ গুঁড়া
✔ দেখুন, কাচের গ্লাসের ভেতরে কীভাবে জাদুর মতো আলো ছড়িয়ে পড়ে

এই আলো-আভা তৈরি হওয়ার পেছনে কাজ করছে হলুদের প্রতিফলন ও মোবাইল ফ্ল্যাশলাইটের সংমিশ্রণ। সবার চোখে এটি হয়ে উঠেছে এক রহস্যময় ও আকর্ষণীয় দৃশ্য।

বিষয়:

ডেঙ্গু
এলাকার খবর

সম্পর্কিত